শুধু তোমাকেই চাই

নতুন সময় ডেস্ক:

: শুধু তোমাকেই চাই”

 

তোমাকে চাই গোধূলি মাখা বেলায়
তোমাকে চাই সন্ধ্যা নামার অপেক্ষায়
তোমাকে চাই নদীর আকেঁ বাঁকে
তোমাকে চাই হাজার কাজের ফাঁকে

তোমাকে চাই তারা হীন আকাশ জুড়ে
তোমাকে চাই আমার হৃদয় ভিড়ে
তোমাকে চাই পৌষের পীঠেপূলিতে
তোমাকে চাই শ্রাবনের রং তুলিতে

তোমাকে চাই ফাগুনের শিশির ভেজা সকালে
তোমাকে চাই বর্ষার সবুজ শ্যামলে
তোমাকে চাই অমাবস্যার কালো আধাঁরে
তোমাকে চাই নিল দীঘির ডোঙরে

তোমাকে চাই বেচেঁ থাকার প্রবাদে
তোমাকে চাই কিরণ মাখা রোদে
তোমাকে চাই নিল দিগন্তের শেষার্ধে
তোমাকে চাই সোঁদামাটির গন্ধে

তোমাকে চাই সাগর ঢেউ এ ভেসে
তোমাকে চাই আমার জীবন রেসে

তুমি কি তোমার মনের কোঠরে চিৎকার করে ওঠো?
ভালবাসার ক্ষুধায় তুমিও কি কাতর হও আমার মতো?
দূর থেকে ভেসে আসা বাঁশির সুরে মনটা ছটফটিয়ে ওঠে
রাত অন্ধকার বটে, তোমাকে পাবার আকাঙ্ক্ষা যেন বন্য হয়ে ওঠে
জানি শরীরের ভাজে,অস্তিত্বের যন্ত্রনায় এ আমার আসহায় আর্তনাদ
এত অসহায়ত্বের মাঝেও শুধু তোমাকে চাই।

 

লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা