আজকের চাঁপাই | আপডেট: 10:11 AM, November 25, 2024
সিটিজেএ’র নির্বাচনে রফিক সভাপতি, ফারুক সম্পাদক নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোয়েশন-সিটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি মোঃ রফিকুল আলম সভাপতি এবং নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার রাতে শহরের একটি হোটেল হলরুমে এই নির্বাচিন অনুষ্ঠিত হয়। ৯সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি এসএ টিভির মোঃ আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টিভির মোঃ ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দেশ টিভির মোঃ তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজ টিভির মোঃ জোহরুল ইসলাম, দপ্তর সম্পাদক সময় টিভির মোঃ জাহাঙ্গীর আলম এবং সদস্য আনন্দ টিভির ফেরেদৌস সিহানুক শান্ত ও বৈশাখী টিভির মোঃ আব্দুল অহাব।