বাঘারপাড়ায় নির্বাচন চলছে: দোয়াত কলমে ভোটের হিড়িক, ভোটাররা চাই যোগ্য প্রার্থী রউফকে

যশোর-নড়াইল, প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় সরগরম ভাবে চলছে নির্বাচনী মাঠ। তৃতীয় ধাপের এ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এদিন সকাল থেকে অনেক ভোট পড়েছে।

বুধবার (২৯ মে) এসব এলাকার ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানাই, এবার ও ভোট আব্দুর রউফ মোল্যার প্রতীক দোয়াত কলমে দিয়েছি।

একাধিক ভোটারা জানান, আব্দুর রউফ মোল্যা যোগ্য লোক এজন্য সেই এই পদের দাবিদার। তাছাড়া সে থাকলে বাঘারপাড়ায় কোন সন্ত্রাসীগোষ্টি মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। এছাড়া বিভিন্ন অপরাধী নিয়ন্ত্রণে থাকে।

ভোটারদের দাবি, অন্যান্য যেসব প্রার্থী আছে তাদের অনেকেই সাধারণ মানুষ ভয় পাই। তারা মানুষের সাথে কম মেশে। এক্ষেত্রে আব্দুর রউফ মোল্যা অনেক ভালো মানুষ। এজন্য ভালো মানুষকে ভোট দিচ্ছে ভোটাররা।

শেষ মুহূর্তে উপজেলার ৯টি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রচারনার শীর্ষে ছিল আব্দুর রউফ মোল্যা।

এদিকে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন হেভিওয়েট প্রার্থী হওয়ায় বেশ উত্তপ্ত হয়ে উঠে নির্বাচনী মাঠ।

উপজেলার ৯টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সব জায়গায় মোটামুটি ভোট পড়ছে। তবে আব্দুর রউফ মোল্যা এগিয়ে আছে বলে সূত্র জানায়।

উল্লেখ্য, চেয়ারম্যানের আসনে বসতে মাঠে রয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও দুই বাবের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা (দোয়াত কলম), জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবীর (মোটরসাইকেল) বর্তমান উপজেলা যুবলীগের আহব্বায়ক ও সাবেক এমপি পুত্র রাজীব রায় (ঘোড়া)।