আজকের চাঁপাই | আপডেট: 6:46 PM, September 1, 2022
আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার
ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য রোড’ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘সেভ দ্য রোডের ওই প্রতিবেদনে বলা হয়, গত মাসে সড়কপথে ৩ হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে মোটরসাইকেলে এক হাজার ৬২টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং আহত হয়েছেন ৭৫০ জন। ট্রাক দুর্ঘটনায় নিহত ৬৮ জন এবং আহত ৫৬০ জন। বাস দুর্ঘটনায় ২২৫ জনের মৃত্যু এবং ৯১৮ জন আহত হয়েছেন।
‘সেভ দ্য রোড জানায়, লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৭৬২ জন। এ ছাড়া নৌপথে ১৫৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ৩৭৭ আহত এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইক লেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।