আজকের চাঁপাই | আপডেট: 5:38 PM, October 8, 2022
একাধিক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ
খেলা: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ। জয়ে ফিরতে তাই একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। হ্যাগলি ওভালে রোববার (৯ অক্টোবর) দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
এশিয়া কাপ থেকে সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজের ‘মেকশিফট’ ওপেনিংয়ে খেলছে বাংলাদেশ। যে ইম্প্যাক্টের কথা বলে তাদের ওপেনিং করতে দেয় হলো, তার ছিটেফোঁটাও এখনও চোখে পড়েনি। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। এশিয়া কাপ থেকে ৪ ম্যাচে ওপেন করে এ তারকা করেছেন মাত্র ৩১ রান। সাব্বির বাদ পড়লে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তদের মধ্যে কাউকে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে ফিরছেন তিনি। তাকে দেখা যেতে পারে ওয়ানডাউনে। সাকিব ফিরলে বাদ পড়তে পারেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। একাদশে লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলির রাব্বির জায়গা এক প্রকার পাকাই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে ৪২ রান করেছিলেন রাব্বি।
বাকি থাকে বোলারদের স্লট। প্রথম ম্যাচে বেধরক মার খেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়েছিলেন তিনি। খরুচে ফিজ বাদ পড়তে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বাউন্সি উইকেট বিবেচনায় তাসকিন, হাসান মাহমুদের পাশাপাশি সুযোগ মিলতে পারে এবাদত হোসেনের। এবাদতের জায়গায় খেলতে পারেন শরিফুল ইসলামও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, জিমি নিশাম, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।