আজকের চাঁপাই | আপডেট: 8:15 AM, November 11, 2022
কাদিজকে হারালো রিয়াল
সামনে বিশ্বকাপের বিরতি। তার আগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ২-১ গোলে হারিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ৪০তম মিনিটে। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে গোল করেন এদের মিলিতাও। ভিএআরে অফসাইড চেক করে এই গোল দেন রেফারি।
৭০ মিনিটে ক্রুস নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ থাকা জার্মান মিডফিল্ডার।
শেষদিকে এসে (৮১ মিনিটে) একটি গোল শোধ করেছিলেন কাদিজের লুকাজ পেরেজ। তবে রিয়ালের জয় আটকাতে পারেনি অতিথিরা। ১৪ ম্যাচ পর বার্সেলোনার পয়েন্ট ৩৭, রিয়ালের ৩৫। তৃতীয় অবস্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ ৯ পয়েন্ট পিছিয়ে মাদ্রিদের থেকে।
রিয়ালের কাছে হার কাদিজকে পাঠিয়ে দিয়েছে ১৯তম অবস্থানে, তারা আছে রেলিগেশন জোনে। কাতার বিশ্বকাপের আগে আর লা লিগার কোনো ম্যাচ নেই। স্প্যানিশ লিগ মৌসুম আবার শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে।