ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক চিকিৎসক মারা গেছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে আইসিইউতে নেয়া। পরে আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ থেকে পাস করে শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস (পার্ট ২) কোর্সে অধ্যায়নরত ছিলেন। ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের আজিজ মাস্টারের মেয়ে শরিফা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শরিফা বিনতে আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৫৯ জন। ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৭৪ জন।