অভয়নগর-বাঘারপাড়ায় স্মরণকালের শোভাযাত্রা ও আনন্দ মিছিল নিয়ে নৌকার মাঝি বাবুলকে বরণ

নিজস্ব প্রতিবেদক

যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এনামুল হক বাবুলকে উৎসব করে বরণ করে নিয়েছে অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল, পাঁচ শতাধিক প্রাইভেটকার-মাইক্রোবাস নিয়ে এই এলাকার স্মরণকালের সবচেয়ে বড় মোটর শোভাযাত্রা করে তাকে অভ্যর্থনা জানায় এলাকাবাসী। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নড়াইলের গোবরা বাজার এলাকায় থেকে শোভাযাত্রাটির সঙ্গে দলে দলে যোগ দেওয়া মানুষ এনামুল হক বাবুলকে সঙ্গে নিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় পৌঁছায়। এ সময় অভয়নগরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ক্নিন ইমেজের নেতা এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকের প্রার্থী করায় সর্বস্তরের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, হাত নাড়িয়ে ও ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানায়।

মোটর শোভাযাত্রাটি নওয়াপাড়া পৌর এলাকা প্রদক্ষিণ করে নূরবাগ স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনামুল হক বাবুল নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেখানে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন যশোর-৪ আসনের নৌকার নতুন মাঝি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল।

তিনি বলেন, ‘সব দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি কখনও নৌকার সঙ্গে বেঈমানি করিনি। আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন। আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই।’

এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সহসভাপতি গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম বিশ্বাস, আব্দুল গণি, বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, যুবলীগ নেতা শেখ জাকির হোসেন, তাঁতীলীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, ছাত্রলীগের আহ্বায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, অ্যাডভোকেট রওশন কবীর টুটুল, ছাত্রলীগ নেতা মেসাদ্দেক হায়াত রুম্মানসহ ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকার সাধারণ মানুষ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, ‘অভয়নগরের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেস্ব উদ্যোগে অভয়নগর থেকে নড়াইলের গোবরা বাজারে গিয়েছিল তাদের প্রাণের নেতা এনামুল হক বাবুলকে বরণ করতে। স্মরণকালের সব থেকে বড় মোটর শোভাযাত্রা দেখেছে অভয়নগরবাসী। এখন আমাদের লক্ষ্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা।’

শুভেচ্ছাগ্রহণ শেষে এনামুল হক বাবুল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা ওলিয়ার রহমান এবং অভয়নগরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, যশোর জেলা বার কাউন্সিলের সাবেক পিপি মরহুম শাহাদাত ফারাজির কবর জিয়ারত করেন।