ঢাকা-৭ আসন: মনোনয়ন না পেয়ে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ২৬ নং ওর্য়াড এর বর্তমান কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

মানিক ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেটা পাননি।

গত রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে। ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য হাজী সেলিম এর বড় ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম

এই ঘোষণা পরপরই আলহাজ্ব হাসিবুর রহমান মানিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, কর্মী-সমর্থকরা আশায় ছিলেন আমি মনোনয়ন পাবো। তারা বলছেন নির্বাচন করতে। যেহেতু নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, তাছাড়া লালবাগ ঢাকা-৭ আসনের জনগণ পরিবর্তন চান, আর আমি বিগত দিনে ঢাকা-৭ আসনে সর্ব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আমি আশা করি নৌকার বিজয় নিয়ে এবং ব্যাক্তির পরাজয় করেই ঘরে ফিরবো। আমি কখনোই নৌকার বিপক্ষে নই, তবে আমি ব্যাক্তির বিপক্ষেই স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছি।

তিনি বলেন, যেহেতু নির্বাচন করতে দলের কোনো বাধা নেই; নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। তাই নির্বাচন করতে আগ্রহী হয়েছি।’