আজকের চাঁপাই | আপডেট: 1:38 PM, April 9, 2024
রাজধানীতে কেএনএফের অপতৎপরতার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপতৎপরতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (৯ এপ্রিল) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘রাজধানীর সব ঈদের জামাতেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে এবার জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই। তারপরও সবকিছু মাথায় রেখে আমরা সতর্ক রয়েছি।’
তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরা দিয়ে পুরো ঈদগাহ ময়দান পর্যবেক্ষণ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোনো প্রকার ব্যাগ সঙ্গে আনতে পারবেন না।’
এ ছাড়া ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।